শুক্রবার, ৫ ফেব্রুয়ারী, ২০১৬

নীরব (৪র্থ পর্ব)

খাওয়া দাওয়া শেষ।ঘুমানোর প্রস্তুতি চলছে।অনেকটা ঘুম লেগে গেছে চোখে।রাত প্রায় ১২:৩০ বাজে।মোবাইল টা বালিশের এক পাশে নিচের দিকে রেখে দিলাম।
ক্রিং ক্রিং ক্রিং ক্রিং
এত রাতে আজ আবার কে ফোন দিল!
ফোন এর তাকিয়ে দেখি অচেনা নাম্বার।এত রাতে রিসিভ করবো না,সকালে উঠে কথা বলে নিবো,এটা ভেবে কেটে দিলাম।
কিন্তু আবারো রিং বাজতে লাগলো।হয়ত কারো খুব দরকারেই কল দিচ্ছে বারবার, এইবার রিসিব করলাম...
'আসসালামু আলাইকুম,কে বলছেন?'
কোনো উত্তর নেই ওপাশ থেকে।
'হ্যালো, কি হলো কে বলছেন? চুপ করে আছেন কেন?'
কোনো উত্তর নেই,কল টা কেটে দিল।

আমি কিছু না ভেবেই নাম্বারটিতে কল দিলাম।নাম্বার টা বন্ধ বলছে।আর চেস্টা না করে ঘুমানোর জন্যে তৈরি আবারো।

রাত ১:২৫।ক্রিংক্রিং ক্রিংক্রিং
চোখের মাঝে ঘুম নিয়েই ফোনের দিকে না তাকিয়ে...
_হ্যালো, কে বলছেন?
_ডিস্টার্ব করলাম?
আরে এ তো সে মেয়েটা,কিন্তু এত রাতে উনি কল দিলেন যে! তাহলে কি উনি টাকা পায় নি? 
চোখ থেকে ঘুম একেবারে মিলে গেল। মাথা নষ্ট হওয়ার কারবার!
_না না কি বলছেন! ডিস্টার্ব করবেন কেন! বলুন
_ঘুমিয়ে পড়েছেন?
_এই চোখ লেগে গিয়েছিল আর কি! আপনি কি টাকা টা পান নি এখনো?
_হুম পেয়েছি
_তাহলে?
_তাহলে কি?
_না,কিছুনা,আপনার নাম টা এখনো জানলাম না(জানিনা,হঠাত করেই কি ভেবে নাম জানতে চেয়ে নিলাম)
_মোনা,আপনার নাম কি?
_ইরফান আহমেদ
_একটু আগে একটা নাম্বার থেকে কল গেল আপনার ফোনে, ওটা আমিই ছিলাম
_ওহ আচ্ছা! তাহলে কেটে দিলেন যে?
_ওটা আপুর নাম্বার,আপু সজাগ হয়ে যাওয়াতে আর কথা বলতে পারলাম না
_ওহ আর কিছু বলবেন?
_আপনি বোধহয় ঘুমাবেন
_আপনিও ঘুমিয়ে পড়ুন,কম ঘুম স্বাস্থহানী ঘটায়
_তাহলে তো আপনি নিশ্চয় অনেক স্বাস্থ্যবান
_না,তা নয়
কোথা থেকে এত কথা শুরু হলো কিছুই বুঝতে পারলাম না।অচেনা কোনো মেয়ের সাথে আমি এত কথা বলছি,নিজেকেই বিশ্বাস হচ্ছে না।আগ্রহ জাগছে মনে মেয়েটার ব্যাপারে কিছু জানতে,কিন্তু মেয়েটি কি ভাববে!
ওই রাতের মত কথা শেষ হলো কিছুক্ষনের মধ্যেই।একটু আগ্রহ রয়েই গেলো...
.
বাইকে করে বাসায় ফিরছি,ফোন বাজতেছে,কিন্তু এখন রিসিভ করবো না,বাসায় গিয়ে কথা হবে। বাসায় ফেরার পর প্রচুর ক্লান্তি লাগছে,হাত পা গুলো নিঃশেষ হয়ে আসছে,পায়ে জুতো নিয়েই বিছানায় শুয়ে গেলাম। পকেটের ফোনটা আবারো বাজতে লাগলো...
ওই মেয়েটিই।২দিন আগে যার সাথে মধ্যরাতে কথা হয়েছিল। মেয়েটি হয়ত কখনো আমার ওই রাতের অনুভুতির কথাটা জানত পারবে না,আমি বলতে পারবো না।
কল টা রিসিভ করলাম..
_কেমন আছেন?
_আমাকে কি মোনা বলে ডাকা যায় না?
_খুব ক্লান্ত ছিলাম, তবে এখন সেটা ধুর হয়ে গেল
_কিভাবে?
__বললে নাতো কেমন আছো?
_আমরা কি দেখা করতে পারি?
জানিনা মেয়েটা কি ভেবে দেখার কথা বললো তবে দেখার ইচ্ছেটা যে আমারও হয় নি তা বলবো না

1 টি মন্তব্য: