একটা বাস্তব।
চারদিক অন্ধকার
দিক বেদিক মিলিয়ে যাচ্ছে
চোখের মাঝে আতংক
হাতগুলো অবিশ্রাম নাড়ছে,ফলাফল শুন্য!
লোকবিহীন লোকারণ্য,ছায়ার মত!
একটা শব্দ।
মনের মাঝে ভয়
চোখের মাঝে আবার ও আতংক
হঠাতই ভেসে এলো, "এই সাজু,শুনছো?"
"কে? কে ডাকছো আমায়?"
মনের মাঝে আবারো ভয়
"চিনতে পারছো না! আমি! আমি সে!"
হাত বাড়ালাম
ছোঁয়ার বাইরে যে
তবুও হাতছানি দিচ্ছে।
মনটায় আচমকা ভয়
সে তো নেই
হেরে গিয়েছিলো নির্মম বাস্তবতায়
একটা কঠিন সত্যের পায়ের পাতায়,লুটিয়ে গেছে যার প্রাণ।
"ডাকছো কেন! তোমায় ছুঁতে পারছিনা যে!"
একটা শব্দ।
"ভালো থেকো"
আবারো হাতছানি ইশারায়।
বুঝলাম অবশেষে,
"সে তো নেই! শুধু স্মৃতি টুকু রয়ে গেছে আজও,
যত কঠিন ই হোক বাস্তবতা,
আমাদের স্মৃতিপথে তাকে যে মাথা নিচু করেই হাটতে হবে "
ভুলানোর সাধ্যে নেই কারো
শুধু অপেক্ষা
আমিও আসবো
এভাবেই ডাকবো
উত্তর না দিয়ে পালাবে কোথায়!
আমিও যে তোমার স্মৃতির পাতায়!
শুধু একটু খানি অপেক্ষা
আমি আসবো
চারদিক অন্ধকার
দিক বেদিক মিলিয়ে যাচ্ছে
চোখের মাঝে আতংক
হাতগুলো অবিশ্রাম নাড়ছে,ফলাফল শুন্য!
লোকবিহীন লোকারণ্য,ছায়ার মত!
একটা শব্দ।
মনের মাঝে ভয়
চোখের মাঝে আবার ও আতংক
হঠাতই ভেসে এলো, "এই সাজু,শুনছো?"
"কে? কে ডাকছো আমায়?"
মনের মাঝে আবারো ভয়
"চিনতে পারছো না! আমি! আমি সে!"
হাত বাড়ালাম
ছোঁয়ার বাইরে যে
তবুও হাতছানি দিচ্ছে।
মনটায় আচমকা ভয়
সে তো নেই
হেরে গিয়েছিলো নির্মম বাস্তবতায়
একটা কঠিন সত্যের পায়ের পাতায়,লুটিয়ে গেছে যার প্রাণ।
"ডাকছো কেন! তোমায় ছুঁতে পারছিনা যে!"
একটা শব্দ।
"ভালো থেকো"
আবারো হাতছানি ইশারায়।
বুঝলাম অবশেষে,
"সে তো নেই! শুধু স্মৃতি টুকু রয়ে গেছে আজও,
যত কঠিন ই হোক বাস্তবতা,
আমাদের স্মৃতিপথে তাকে যে মাথা নিচু করেই হাটতে হবে "
ভুলানোর সাধ্যে নেই কারো
শুধু অপেক্ষা
আমিও আসবো
এভাবেই ডাকবো
উত্তর না দিয়ে পালাবে কোথায়!
আমিও যে তোমার স্মৃতির পাতায়!
শুধু একটু খানি অপেক্ষা
আমি আসবো
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন