তুমি কখনো পাল্টানোর নও,
হয়ত তুমার ইচ্ছে গুলো রুপ বদল করে,
নতুন করে আকার ধারন করে,
তুমি তো ছলনাময়ী
হয়ত তুমার ছলনার মায়া শক্তি বাড়ে,
নতুন ভাবে কষ্ট দেওয়ার জন্যে নতুন আশ্রয় গ্রহন করে,
তুমি তো বিদ্ধংসী
হয়ত নতুন ভাবে আমার গোছালো জিবনটা কে
অগোছালো করতে ব্যস্ততা বাড়ে,
পুরনো সব স্মৃতির মায়ায় আমার নজরও কাড়ে.....
তোমাকে আমি শুধুই ঘৃনা করি।
শুনতে পাচ্ছো?
এই পাষন্ড,
এই মায়াবিনী
এই বিশ্বাসঘাতী
তুমাকে আমি শুধুই ঘৃনা করি
শুনতে পাচ্ছো?
ভাল করে শুনে রাখো
হে,আমি তুমাকে ঘৃনা করি
জানি শুনলেও তুমার ঐ অমানুষের মন টা গলবে না,
তবুও বললাম!
হয়ত তুমার ইচ্ছে গুলো রুপ বদল করে,
নতুন করে আকার ধারন করে,
তুমি তো ছলনাময়ী
হয়ত তুমার ছলনার মায়া শক্তি বাড়ে,
নতুন ভাবে কষ্ট দেওয়ার জন্যে নতুন আশ্রয় গ্রহন করে,
তুমি তো বিদ্ধংসী
হয়ত নতুন ভাবে আমার গোছালো জিবনটা কে
অগোছালো করতে ব্যস্ততা বাড়ে,
পুরনো সব স্মৃতির মায়ায় আমার নজরও কাড়ে.....
তোমাকে আমি শুধুই ঘৃনা করি।
শুনতে পাচ্ছো?
এই পাষন্ড,
এই মায়াবিনী
এই বিশ্বাসঘাতী
তুমাকে আমি শুধুই ঘৃনা করি
শুনতে পাচ্ছো?
ভাল করে শুনে রাখো
হে,আমি তুমাকে ঘৃনা করি
জানি শুনলেও তুমার ঐ অমানুষের মন টা গলবে না,
তবুও বললাম!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন