শুক্রবার, ১ জানুয়ারী, ২০১৬

আমি তোমার সে সঞ্জীবনী

ওহে হে মহাকাব্য,
কোথায় তুমি?
কোথায় তোমার সেই মৃত্যুবাণ!
কোথায় লুকাবে তুমি?
কোন অতল গর্তে!
যেথায় থাকোনা তুমি


দৃষ্টিপট তোমায় খুঁজে নেবে
থাকো যতই ঊর্ধপাতে।।
আমার কর্ণের শ্রবণীয়
সব করিতে হবে পুনঃরায় ব্যক্ত...
মনে কি পড়ে?
তুমার সেই উচ্চকণ্ঠে ত্যাগরূপ বাণী,
সেই বাকরুদ্ধ, স্মৃতি মধুর বান
যা মৃত্যুর পরোয়ানী।
ওহে মোর সঞ্জীবনী-
চল আজ এই মধু চন্দ্রিমায়,
হস্তবদ্ধ নির্ঘুম রাত্রি,
পেরিয়ে সকল উত্তাল
আজ এ নব মুহুর্তের বেলায়
আলিংগিত,হব একে অন্যের শোভাযাত্রী।।
আজ কেন তুমার হুংকার নেই,
কেন আজ তুমি স্তব্ধ,
কেন ডাকছেনা তুমায় ঐ বনলতার দল
কেন তুমি আজ পরিহিত
এমন বাকহীন মূর্ত
উত্তর এখনো বাকি
তাহলে কি তুমি
রয়েছে এখনো অব্যক্ত
আমিই তোমার সে সঞ্জীবনী।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন