হে নর-
আমি সেই নারী যার সৃষ্টি তোমার জন্যে,
তোমার চলার পথে সাহস জোগাতে আমার আগমন এই ভুবনে,
তোমার একমাত্র সহধর্মিণী,
তোমার জন্যে উপহারস্বরুপ আমি আমার চরিত্রকে শৈশব থেকে যৌবন অবধি
পরম যত্নে আগলে রেখেছি শত বাধার মাঝে থেকেও,
আমি ক্ষুদ্র নই-সেখান থেকেই সৃষ্টি আমি যেখান থেকে তুমি হয়েছো,
আমাকে তিনি পাঠিয়েছে শুধু তোমার জন্যে যিনি আমাদের পালনকর্তা,
বিবি হাওয়া যেমনটি এসেছিলেন আদমের জন্যে-আমিও এসেছি তেমনি তোমার জন্যে,
তোমার সুখ দুঃখের একমাত্র অংশীদারি আমি....
হে নর-
আমি নিজ থেকে আসিনি তোমার কাছে,
আমাকে হুকুম করা হয়েছে তোমার পাশে থাকার।
উত্তাল সমুদ্রের গভীরে,জলহীন তৃষ্ণার্ত মরুর বুকে
কিংবা কোনো জন মানবহীন গুপ্তচরে অথবা বিশাল কোনো পর্বতের চূড়ায়
এমন কি কোনো বিস্তৃত দুর্গমম পথে-যেখানেই তুমি থাকো
সেখানেই আমি যেতে রাজি শুধু তোমার জন্যে,
কেননা মহান সৃষ্টিকর্তা নিজে আমাদের দুজনের চলার পথ এক করে দিয়েছে...
ওহে আমার নর-
দেবে তো আমাকে? আমার প্রাপ্য সম্মান!
রাখবে তো আমাকে তোমার সাথে? যেকোনো পরিস্থিতিতে!
করবে তো? তোমার অস্তিত্বের অংশীদার!
হে নর-
ইহজিবনে আমার একটাই চাওয়া তোমার কাছে।
জানো কি? কি সেটা!
উত্তম চরিত্র...
হে,আমার এই একটাই চাওয়া যা তোমার থেকে পাওয়ায় রুপ নিবে।
বিনিময়ে আমার
ইহজগৎ ও আমি তোমার জন্যে রাখার শপথ রাখছি.....
আমি সেই নারী যার সৃষ্টি তোমার জন্যে,
তোমার চলার পথে সাহস জোগাতে আমার আগমন এই ভুবনে,
তোমার একমাত্র সহধর্মিণী,
তোমার জন্যে উপহারস্বরুপ আমি আমার চরিত্রকে শৈশব থেকে যৌবন অবধি
পরম যত্নে আগলে রেখেছি শত বাধার মাঝে থেকেও,
আমি ক্ষুদ্র নই-সেখান থেকেই সৃষ্টি আমি যেখান থেকে তুমি হয়েছো,
আমাকে তিনি পাঠিয়েছে শুধু তোমার জন্যে যিনি আমাদের পালনকর্তা,
বিবি হাওয়া যেমনটি এসেছিলেন আদমের জন্যে-আমিও এসেছি তেমনি তোমার জন্যে,
তোমার সুখ দুঃখের একমাত্র অংশীদারি আমি....
হে নর-
আমি নিজ থেকে আসিনি তোমার কাছে,
আমাকে হুকুম করা হয়েছে তোমার পাশে থাকার।
উত্তাল সমুদ্রের গভীরে,জলহীন তৃষ্ণার্ত মরুর বুকে
কিংবা কোনো জন মানবহীন গুপ্তচরে অথবা বিশাল কোনো পর্বতের চূড়ায়
এমন কি কোনো বিস্তৃত দুর্গমম পথে-যেখানেই তুমি থাকো
সেখানেই আমি যেতে রাজি শুধু তোমার জন্যে,
কেননা মহান সৃষ্টিকর্তা নিজে আমাদের দুজনের চলার পথ এক করে দিয়েছে...
ওহে আমার নর-
দেবে তো আমাকে? আমার প্রাপ্য সম্মান!
রাখবে তো আমাকে তোমার সাথে? যেকোনো পরিস্থিতিতে!
করবে তো? তোমার অস্তিত্বের অংশীদার!
হে নর-
ইহজিবনে আমার একটাই চাওয়া তোমার কাছে।
জানো কি? কি সেটা!
উত্তম চরিত্র...
হে,আমার এই একটাই চাওয়া যা তোমার থেকে পাওয়ায় রুপ নিবে।
বিনিময়ে আমার
ইহজগৎ ও আমি তোমার জন্যে রাখার শপথ রাখছি.....
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন