দু’বছরের সে সমর্পকে কত রকম টানা-পোড়ান,কত হাসি আনন্দ,ঠাট্টা করেছিলাম দুজনে,
কত দোড় ঝাও মেরেছিলাম,
আজ এই মুহুর্তে তার সব স্পষ্ট আমার মনে পরছে।
এভাবেই তো মানুষ হারানো স্মৃতি মন্থন করে অতীতের আয়নায় বর্তমানের চিত্র খোঁজে।ভবিষ্যতের ছবি দেখতে চেস্টা করে।।।
অতীত কে চাপা দিয়ে এখন আমি ভাবতে বসে গেলাম' বাড়ির সামনের আম গাছটার ছায়ার নিচে।
পেছন দিকে লোক সমাগম ও যাতায়াত রাস্তা,ডানে-বামে কয়েকটা সারিবদ্ধভাবে গড়া বাড়ি আর সামনে ছোট্ট একটা উঠোন,উঠোনের মাঝেই আম গাছটা যেন বাড়ির মুরুব্বি মত কেউ।হুম আমি এখন সে গাছটার নিচে বসে ভাবছি আর লিখছি''
লেখা শুরু...
আমার হাত কাঁপছে।কলম টাও নড়ছে।লাল কালির অক্ষরগুলো ডায়েরীর পাতায় একে একে লাইন করে জায়গা করে নিচ্ছে।
আমার চোখে অশ্রুকণা ভীড় করছে,আমি লিখছি তার কথা,আমার বন্ধুত্বের এক করুন পরিনতির কথা; আমার মনের সকল কথা,তাকে নিয়ে লুকানো সমস্ত অনুভুতির কথা।।।
সেদিনের সকল অনুভুতি কল্পনা ছিলো জিবন্ত।
হুম,আমিতো ভাবছি আমার ভবিষ্যতের কথা...
কিন্তু হঠাত যেন অতীত ঝিলিক দিয়ে উঠলো আমার স্বপ্নে।নাড়া দিল আমার মনের গহীনে।
গহিনে সেই শব্দ যেন ডাকতে লাগলো আমায়।
আমি কল্পনার পথ ধরে সময়ের সিঁড়ি বেয়ে আবার চলে গেলাম অতীতে-যে অতীতে গেলে আমি তাকে পাই, তার সাথে কাটানো মুহুর্তের স্বাদ পাই,তাকে নিয়ে আবার ভাবনার জগতে হারাই।।।
আজ সেগুলো বহুযত্ন করে লিখে রাখছি লাল রং এর আমার এই পুরোনো ডায়েরীতে।
একদিন তাকে নিয়ে লেখা ডায়েরীর পাতা ছিড়ে ফেলেই পরম তৃপ্তি পেয়েছিলাম।
এরপর......থাক।
আজ আর নয়
'
Missing you Riya
কত দোড় ঝাও মেরেছিলাম,
আজ এই মুহুর্তে তার সব স্পষ্ট আমার মনে পরছে।
এভাবেই তো মানুষ হারানো স্মৃতি মন্থন করে অতীতের আয়নায় বর্তমানের চিত্র খোঁজে।ভবিষ্যতের ছবি দেখতে চেস্টা করে।।।
অতীত কে চাপা দিয়ে এখন আমি ভাবতে বসে গেলাম' বাড়ির সামনের আম গাছটার ছায়ার নিচে।
পেছন দিকে লোক সমাগম ও যাতায়াত রাস্তা,ডানে-বামে কয়েকটা সারিবদ্ধভাবে গড়া বাড়ি আর সামনে ছোট্ট একটা উঠোন,উঠোনের মাঝেই আম গাছটা যেন বাড়ির মুরুব্বি মত কেউ।হুম আমি এখন সে গাছটার নিচে বসে ভাবছি আর লিখছি''
লেখা শুরু...
আমার হাত কাঁপছে।কলম টাও নড়ছে।লাল কালির অক্ষরগুলো ডায়েরীর পাতায় একে একে লাইন করে জায়গা করে নিচ্ছে।
আমার চোখে অশ্রুকণা ভীড় করছে,আমি লিখছি তার কথা,আমার বন্ধুত্বের এক করুন পরিনতির কথা; আমার মনের সকল কথা,তাকে নিয়ে লুকানো সমস্ত অনুভুতির কথা।।।
সেদিনের সকল অনুভুতি কল্পনা ছিলো জিবন্ত।
হুম,আমিতো ভাবছি আমার ভবিষ্যতের কথা...
কিন্তু হঠাত যেন অতীত ঝিলিক দিয়ে উঠলো আমার স্বপ্নে।নাড়া দিল আমার মনের গহীনে।
গহিনে সেই শব্দ যেন ডাকতে লাগলো আমায়।
আমি কল্পনার পথ ধরে সময়ের সিঁড়ি বেয়ে আবার চলে গেলাম অতীতে-যে অতীতে গেলে আমি তাকে পাই, তার সাথে কাটানো মুহুর্তের স্বাদ পাই,তাকে নিয়ে আবার ভাবনার জগতে হারাই।।।
আজ সেগুলো বহুযত্ন করে লিখে রাখছি লাল রং এর আমার এই পুরোনো ডায়েরীতে।
একদিন তাকে নিয়ে লেখা ডায়েরীর পাতা ছিড়ে ফেলেই পরম তৃপ্তি পেয়েছিলাম।
এরপর......থাক।
আজ আর নয়
'
Missing you Riya
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন