কি রে,তর কি শরীর খারাপ? আজ এখনো উঠছিস না কেন? আজ কি খিদেও পায়নি তর?
আজ কোনো প্রতিবাদ নেই,বলতেও ইচ্ছে হচ্ছে না- মা যাও ত এখান থেকে,পরে আসো আরেকটু ঘুমিয়ে নেই প্লিজ,
জোরে চিৎকার দিয়ে আজ আর কেউ বলছেনা-আম্মু আমার চা কোথায়?
শুধু মায়ের কথা গুলো ঘুমের ভান করে শুনে যাচ্ছে রাব্বি।
সারারাত দু চোখের পাতা এক হয়নি,কি করে হবে আজ যে তার ভালবাসা বিদায়ের দিন ঘুম থেকে উঠে ফ্রেস হয়ে রেডি হচ্ছে রাব্বি।
এই শার্ট টা এখানে!! কালো রং এর শার্ট,গত জন্মদিনেই তো দিয়েছিল রিয়া। হুম রিয়াই তার স্বপ্ন,তার সাধনা যাকে নিজের থেকেও বেশি ভালবেসেছে রাব্বি। ওর সাথেই পড়ে একই ক্লাস, চলতে চলতে কখন যে অচেনা সেই মেয়ে রিয়া ' রাব্বির মনের পুরো টা জুরে জায়গা করে নিয়েছে তার অনুভুতি কেবল রাব্বির মনেই দাগ রেখে দিয়েছে। হুম ঘুমের রাজ্যের ঘুম বিরক্তিকর,মায়াবিনী মেয়ে রিয়া যার নেশায় রাব্বির নির্ঘুম রাত গুলো অচিরেই কেটে যেত ভাবনার জগতে। কত ভালবাসা,কত মধুমাখা ছিল সেই দিনগুলো...
এই কালো শার্ট টাই তো-
_কি ব্যাপার,আজও দেরি হলো?
_সরি
_হুম রোজ রোজ একই শব্দ!
_আসলে কি হয়েছে জানো? আজ না ঐ মেয়েটার সাথে হঠাত...
_(থামিয়ে) এই দাড়াও দাড়াও,কোন মেয়ে?
_ঐ যে,যে মেয়েটি প্রতিদিন আমার জন্যে..
_what? তুমার জন্যে মানে? ঐ খুলে বলো সব
_আরে ভুলে গেছো ওর কথা!
_দেখো ভাল হচ্ছেনা বলে দিচ্ছি(কাদ কাদ স্বরে)
_ওলে বাবা লে,সোনা আমার রাগ করেছে দেখছি!
_যাও তুমি আর আমার সাথে কথা বলবানা,ঐ মেয়ের কাছেই যাও, আমি তুমার কেউ না?
_সত্যি যাবো?
_এক পা এগিয়ে দেখো? পা ভেংগে রেখে দিব
_ওও তাই?
_হুম,আমি তুমাকে ভালবাসি
_পাগলী আমার,আমিওত তুমায় ভালবাসি
_তাহলে ঐ মেয়েটা কে?
_হাহাহাহা,ঐ মেয়েটা এখন খুব বেশি হলে ১২বছর হবে,আগে প্রতিদিন এই ক্যাম্পাসে এসে বসতাম তখন মেয়েটা খবরের কাগজ দিত।আজ অনেক দিন পর তার সাথে দেখা হল,সেটাই বলতে চাচ্ছিলাম আর তুমি...
_(রেগে গিয়ে শার্ট এর কলার ধরে যেই টান অমনি গেল ছিঁড়ে) ভাল হইছে
_আ আ কি করলা আমার এটা খুব প্রিয়?
.
তার কিছুদিন পর এলো রাব্বির বার্থডে,
সেই দিন ই সু্যোগ আসলো,
রিয়া তাকে অবাক করে একটা শার্ট নিয়ে এসে ওকে দিল...
আজ সেটা পরেই যাবে রাব্বি!
সাথে সাথেই ফোন আসলো,,,
_হ্যালো
_হুম,আসছি আমি,একটু অপেক্ষা কর
বলেই ফোন রেখে দিল রাব্বি
_মা,আমি আসছি
_না খেয়ে বের হস না,কিছু খেয়ে যা
_না মা,আমার সময় নেই
বলতে বলতে হুরহুর করে তাড়াহুড়োয় বেরিয়ে গেল।।
রাস্তায় যেতে যেতে ঐ মেয়েটাকে দেখতে পেল,দেখেই একটা গভীর দীর্ঘশ্বাস
যে কিনা আমার সাথে কোনো মেয়ের কথা শুনলেই কেঁদে দিত,আমার মুখে মেয়ের কথা শুনে মারধর দিত,যে মেয়েটা আমাকে হারানোর ভয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে আমার হাতটা শক্ত করে হাতের মধ্যে আবদ্ধ করে রাখতো,,
সে আজ অপেক্ষা করছে আমাকে বিদায় দেবে বলে? ভাবতে পারছে না রাব্বি।।।
চলে আসলো অন্তিম মুহুর্তের ঘনঘটা___
এটা কি সত্যি কোনো ডানা কাটা পরী নাকি ভীন গ্রহের কোনো ঐশ্বরী!
এর আগে ওকে কখনো এত সুন্দর লাগে নি,সত্যি বলছি। মায়াবী চোখ দুটো কি বলছে আমায়,ক্ষনিকের জন্যে উত্তর খুঁজতে ব্যস্ত হয়ে গেল রাব্বি...
স্বপ্ন বিভোর কেটে যাওয়ার সাথে সাথেই--
_আজও তুমার দেরি হলো?(মলিন সুরে)
কে কথা বলছে? এতটা লাবন্যময়ী,যেন সুর লহরী কোথায় ছিল এতদিন!
_আসলে ঐ মেয়েটার জন্যে
_হুম ঠিক আছে(আজ আর কোনো ক্ষিপ্ত কন্ঠ ওকে চারিদিক থেকে ঘিরে ধরছেনা)
_এটাই কি আমার সেই চির চেনা রিয়া যাকে আমি চিনতাম!(ভাবছে রাব্বি),এত বদলে গেল কিভাবে?
_তুমার এই জিনিস গুলো এতদিন আমার কাছে ছিলো,নাও,এসব দিতেই তুমাকে...
বলে রাব্বির থেকে রিয়া আজ চোখ ফেরাতে পারছেনা,শার্ট টা যেন পুরোনো সব কিছু নতুন করে মনে করিয়ে দেওয়ার ভার একাই বহন করেছে,সত্যি ওকে ভীষন ভাল লাগছে(ভাবতে লাগলো রিয়া(
_(হাত বাড়িয়ে) হুম থ্যাংকস,আর বাকিগুলো কখন দেবে?
_(বিস্মিয়ে)তুমার আরও কিছু আমার কাছে আছে?
_হ্যা,আমার সবচেয়ে দামি জিনিসটা তুমার কাছে
_কি?(ও ত সবসময় বলতো ওর সবথেকে দামি সম্পদ আমি,তাহলে কি ও আমাকে?? না না,এ হতে পারে না-ভাবনার মাঝে ডুবে গেল রিয়া)
_তুমি জানো সেটা কি!
_(মলিন সুরে)আমি জানিনা
_(জরিয়ে ধরে) আমার সবচেয়ে দামি সম্পদ টা এই যে এটা,আমার জান,তুমাকে ছাড়া আমি বাঁচবো না
_(নিজেকে ছাড়িয়ে নেওয়ার ব্যর্থ প্রচেষ্টা) আমাদের মাঝে এটা আর সম্ভব না,ছাড়ো প্লিস
_না ছাড়বো না,তুমি বিশ্বাস করো ঐ দিন আমার কোনো দোষ ছিল না
_হুম,যদি জানতাম বিদায় এত কষ্টের তাহলে এখানে আসতাম না
ঐ দিন ...
রাব্বির কয়েকটা ফ্রেন্ড ভাবলো আজ রিয়ার ভালবাসার পরিক্ষা নেওয়া যাক,দেখবো আজ ওদের ভালবাসা কতটা সত্য...
এইসব ভেবে ঐদিন সন্ধ্যে রাব্বির একটা ফ্রেন্ড চালাকি করে ওর ফোনটা রেখে দিছে,
রাত ৯.০০,
হঠাত রাব্বির ফোন
_হ্যালো
_হে বলো
_আমি রাব্বি নই,আসলে আপু রাব্বি এখানে একটা মেয়ের সাথে আছে,আমরা চাই না ও এটা করুক তাই আপনাকে জানালাম
(ঐ দিন বিকেল থেকে রিয়ার জ্বর থাকায়,রাব্বি ভাবলো ফোন নেই ত কি হয়েছে,কাল সকালে ওকে জানাবো সব)
রিয়া জ্বর নিয়েই ছুটে এলো,এসে দেখলো দুজন ছেলে মেয়ে পাশ ফিরিয়ে বসে,ছেলেটার গায়ে লাল শার্ট, দেখে বিশ্বাস না হওয়ার উপায় নেই)
পরের দিন যখন রাব্বি কল দিল,,,
_আমাকে আর কখনো কল দিবেনা
বলেই টুট টুট...
পরে রাব্বি তার ফ্রেন্ডস এর থেকে শুনে অনেক রাগারাগি কিন্তু আর লাভ কি?
আজ রিয়া ওকে আসতে বলেছে শেষ বিদায়ের ঘন্টা বাজাতে""
যাইহোক
রিয়া নিজেকে আর ছাড়িয়ে নিলো না,কারন ইতিমধ্যে সব জানা হয়ে গেছে তার....
মনে মনে দুজনই ভাবছে-আজ এই মুহুর্তটা না আসলে সত্যি বুঝতে পারতাম না একে অন্যেকে কতটা ভালবাসি
আজ কোনো প্রতিবাদ নেই,বলতেও ইচ্ছে হচ্ছে না- মা যাও ত এখান থেকে,পরে আসো আরেকটু ঘুমিয়ে নেই প্লিজ,
জোরে চিৎকার দিয়ে আজ আর কেউ বলছেনা-আম্মু আমার চা কোথায়?
শুধু মায়ের কথা গুলো ঘুমের ভান করে শুনে যাচ্ছে রাব্বি।
সারারাত দু চোখের পাতা এক হয়নি,কি করে হবে আজ যে তার ভালবাসা বিদায়ের দিন ঘুম থেকে উঠে ফ্রেস হয়ে রেডি হচ্ছে রাব্বি।
এই শার্ট টা এখানে!! কালো রং এর শার্ট,গত জন্মদিনেই তো দিয়েছিল রিয়া। হুম রিয়াই তার স্বপ্ন,তার সাধনা যাকে নিজের থেকেও বেশি ভালবেসেছে রাব্বি। ওর সাথেই পড়ে একই ক্লাস, চলতে চলতে কখন যে অচেনা সেই মেয়ে রিয়া ' রাব্বির মনের পুরো টা জুরে জায়গা করে নিয়েছে তার অনুভুতি কেবল রাব্বির মনেই দাগ রেখে দিয়েছে। হুম ঘুমের রাজ্যের ঘুম বিরক্তিকর,মায়াবিনী মেয়ে রিয়া যার নেশায় রাব্বির নির্ঘুম রাত গুলো অচিরেই কেটে যেত ভাবনার জগতে। কত ভালবাসা,কত মধুমাখা ছিল সেই দিনগুলো...
এই কালো শার্ট টাই তো-
_কি ব্যাপার,আজও দেরি হলো?
_সরি
_হুম রোজ রোজ একই শব্দ!
_আসলে কি হয়েছে জানো? আজ না ঐ মেয়েটার সাথে হঠাত...
_(থামিয়ে) এই দাড়াও দাড়াও,কোন মেয়ে?
_ঐ যে,যে মেয়েটি প্রতিদিন আমার জন্যে..
_what? তুমার জন্যে মানে? ঐ খুলে বলো সব
_আরে ভুলে গেছো ওর কথা!
_দেখো ভাল হচ্ছেনা বলে দিচ্ছি(কাদ কাদ স্বরে)
_ওলে বাবা লে,সোনা আমার রাগ করেছে দেখছি!
_যাও তুমি আর আমার সাথে কথা বলবানা,ঐ মেয়ের কাছেই যাও, আমি তুমার কেউ না?
_সত্যি যাবো?
_এক পা এগিয়ে দেখো? পা ভেংগে রেখে দিব
_ওও তাই?
_হুম,আমি তুমাকে ভালবাসি
_পাগলী আমার,আমিওত তুমায় ভালবাসি
_তাহলে ঐ মেয়েটা কে?
_হাহাহাহা,ঐ মেয়েটা এখন খুব বেশি হলে ১২বছর হবে,আগে প্রতিদিন এই ক্যাম্পাসে এসে বসতাম তখন মেয়েটা খবরের কাগজ দিত।আজ অনেক দিন পর তার সাথে দেখা হল,সেটাই বলতে চাচ্ছিলাম আর তুমি...
_(রেগে গিয়ে শার্ট এর কলার ধরে যেই টান অমনি গেল ছিঁড়ে) ভাল হইছে
_আ আ কি করলা আমার এটা খুব প্রিয়?
.
তার কিছুদিন পর এলো রাব্বির বার্থডে,
সেই দিন ই সু্যোগ আসলো,
রিয়া তাকে অবাক করে একটা শার্ট নিয়ে এসে ওকে দিল...
আজ সেটা পরেই যাবে রাব্বি!
সাথে সাথেই ফোন আসলো,,,
_হ্যালো
_হুম,আসছি আমি,একটু অপেক্ষা কর
বলেই ফোন রেখে দিল রাব্বি
_মা,আমি আসছি
_না খেয়ে বের হস না,কিছু খেয়ে যা
_না মা,আমার সময় নেই
বলতে বলতে হুরহুর করে তাড়াহুড়োয় বেরিয়ে গেল।।
রাস্তায় যেতে যেতে ঐ মেয়েটাকে দেখতে পেল,দেখেই একটা গভীর দীর্ঘশ্বাস
যে কিনা আমার সাথে কোনো মেয়ের কথা শুনলেই কেঁদে দিত,আমার মুখে মেয়ের কথা শুনে মারধর দিত,যে মেয়েটা আমাকে হারানোর ভয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে আমার হাতটা শক্ত করে হাতের মধ্যে আবদ্ধ করে রাখতো,,
সে আজ অপেক্ষা করছে আমাকে বিদায় দেবে বলে? ভাবতে পারছে না রাব্বি।।।
চলে আসলো অন্তিম মুহুর্তের ঘনঘটা___
এটা কি সত্যি কোনো ডানা কাটা পরী নাকি ভীন গ্রহের কোনো ঐশ্বরী!
এর আগে ওকে কখনো এত সুন্দর লাগে নি,সত্যি বলছি। মায়াবী চোখ দুটো কি বলছে আমায়,ক্ষনিকের জন্যে উত্তর খুঁজতে ব্যস্ত হয়ে গেল রাব্বি...
স্বপ্ন বিভোর কেটে যাওয়ার সাথে সাথেই--
_আজও তুমার দেরি হলো?(মলিন সুরে)
কে কথা বলছে? এতটা লাবন্যময়ী,যেন সুর লহরী কোথায় ছিল এতদিন!
_আসলে ঐ মেয়েটার জন্যে
_হুম ঠিক আছে(আজ আর কোনো ক্ষিপ্ত কন্ঠ ওকে চারিদিক থেকে ঘিরে ধরছেনা)
_এটাই কি আমার সেই চির চেনা রিয়া যাকে আমি চিনতাম!(ভাবছে রাব্বি),এত বদলে গেল কিভাবে?
_তুমার এই জিনিস গুলো এতদিন আমার কাছে ছিলো,নাও,এসব দিতেই তুমাকে...
বলে রাব্বির থেকে রিয়া আজ চোখ ফেরাতে পারছেনা,শার্ট টা যেন পুরোনো সব কিছু নতুন করে মনে করিয়ে দেওয়ার ভার একাই বহন করেছে,সত্যি ওকে ভীষন ভাল লাগছে(ভাবতে লাগলো রিয়া(
_(হাত বাড়িয়ে) হুম থ্যাংকস,আর বাকিগুলো কখন দেবে?
_(বিস্মিয়ে)তুমার আরও কিছু আমার কাছে আছে?
_হ্যা,আমার সবচেয়ে দামি জিনিসটা তুমার কাছে
_কি?(ও ত সবসময় বলতো ওর সবথেকে দামি সম্পদ আমি,তাহলে কি ও আমাকে?? না না,এ হতে পারে না-ভাবনার মাঝে ডুবে গেল রিয়া)
_তুমি জানো সেটা কি!
_(মলিন সুরে)আমি জানিনা
_(জরিয়ে ধরে) আমার সবচেয়ে দামি সম্পদ টা এই যে এটা,আমার জান,তুমাকে ছাড়া আমি বাঁচবো না
_(নিজেকে ছাড়িয়ে নেওয়ার ব্যর্থ প্রচেষ্টা) আমাদের মাঝে এটা আর সম্ভব না,ছাড়ো প্লিস
_না ছাড়বো না,তুমি বিশ্বাস করো ঐ দিন আমার কোনো দোষ ছিল না
_হুম,যদি জানতাম বিদায় এত কষ্টের তাহলে এখানে আসতাম না
ঐ দিন ...
রাব্বির কয়েকটা ফ্রেন্ড ভাবলো আজ রিয়ার ভালবাসার পরিক্ষা নেওয়া যাক,দেখবো আজ ওদের ভালবাসা কতটা সত্য...
এইসব ভেবে ঐদিন সন্ধ্যে রাব্বির একটা ফ্রেন্ড চালাকি করে ওর ফোনটা রেখে দিছে,
রাত ৯.০০,
হঠাত রাব্বির ফোন
_হ্যালো
_হে বলো
_আমি রাব্বি নই,আসলে আপু রাব্বি এখানে একটা মেয়ের সাথে আছে,আমরা চাই না ও এটা করুক তাই আপনাকে জানালাম
(ঐ দিন বিকেল থেকে রিয়ার জ্বর থাকায়,রাব্বি ভাবলো ফোন নেই ত কি হয়েছে,কাল সকালে ওকে জানাবো সব)
রিয়া জ্বর নিয়েই ছুটে এলো,এসে দেখলো দুজন ছেলে মেয়ে পাশ ফিরিয়ে বসে,ছেলেটার গায়ে লাল শার্ট, দেখে বিশ্বাস না হওয়ার উপায় নেই)
পরের দিন যখন রাব্বি কল দিল,,,
_আমাকে আর কখনো কল দিবেনা
বলেই টুট টুট...
পরে রাব্বি তার ফ্রেন্ডস এর থেকে শুনে অনেক রাগারাগি কিন্তু আর লাভ কি?
আজ রিয়া ওকে আসতে বলেছে শেষ বিদায়ের ঘন্টা বাজাতে""
যাইহোক
রিয়া নিজেকে আর ছাড়িয়ে নিলো না,কারন ইতিমধ্যে সব জানা হয়ে গেছে তার....
মনে মনে দুজনই ভাবছে-আজ এই মুহুর্তটা না আসলে সত্যি বুঝতে পারতাম না একে অন্যেকে কতটা ভালবাসি
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন