আজ কেন বসন্ত নেই,
কোথায় শরতের আকাশ!
চারিদিক থেকে প্রবল বেগে
বইছে না কেন বাতাস?
কোথাও কোনো লক্ষণ নেই
আসবে না বৈশাখী ঝড়,
নিরব পরিবেশ তবু
অবস্থা বিব্রতকর।।
খালি পায়ে হাটছি অনেক
কোথাও নেই শিশির ভেজা ঘাস,
পারছিনা ফেলতে গ্রীষ্মের দুপুরের
সেই তৃষ্ণার্ত দীর্ঘশ্বাস।।
আকাশের ঐ কালো মেঘমালা
কোথায় যাচ্ছে ভেসে?
তাহলে কি এখন বর্ষাকাল
টাপুরটুপুর বৃষ্টি পড়বে-এখনি এসে....
কোথায় শরতের আকাশ!
চারিদিক থেকে প্রবল বেগে
বইছে না কেন বাতাস?
কোথাও কোনো লক্ষণ নেই
আসবে না বৈশাখী ঝড়,
নিরব পরিবেশ তবু
অবস্থা বিব্রতকর।।
খালি পায়ে হাটছি অনেক
কোথাও নেই শিশির ভেজা ঘাস,
পারছিনা ফেলতে গ্রীষ্মের দুপুরের
সেই তৃষ্ণার্ত দীর্ঘশ্বাস।।
আকাশের ঐ কালো মেঘমালা
কোথায় যাচ্ছে ভেসে?
তাহলে কি এখন বর্ষাকাল
টাপুরটুপুর বৃষ্টি পড়বে-এখনি এসে....
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন