শুক্রবার, ৫ ফেব্রুয়ারী, ২০১৬

খোঁজে...

অফিস থেকে ফিরছি।বাসস্টপ এ দাড়িয়ে আছি।বাসের কোনো খবর নেই।ব্যাগ থেকে কারেন্ট এফেয়ার্স এর বইটা নিয়ে যাত্রী ছাউনি তে গিয়ে বসলাম।একটু পর একটা মেয়ে এসে সামনে দাঁড়ালো, দেখতে নিঃসন্দেহে অনেক সুন্দরী,প্রথম দেখায় মন কেড়ে নেয়ার মত,ঘন কালো চুল-যে কাউকে তার সৌন্দর্য দিয়ে পাগল করার ক্ষমতা রয়েছে, গায়ে ২পিস  সেলোয়ার কামিজ।সামনে দাড়াতে কিছুটা অন্ধকার লাগছিল বইয়ের উপর
_এই যে আপু! একটু সরে দাড়াবেন প্লিজ?
_কেন?(অনেক রেগে গিয়ে)
_বইটা পড়ছিলাম তো কিছুটা অস্পষ্ট লাগছে লেখাগুলো,যদি একটু সরে দাঁড়াতেন...
_কোথায় যাবো?
_ওই পাশে পুরো জায়গা টাই খালি,ওদিকে গেলেই হয়

_তাহলে আপনি নিজে গেলেই তো হয়ে যায়

মেয়েটা দেখতে যতটা ভাল,মনটা কিন্তু ততটা ভাল না।
আমি ইচ্ছে করলেই ও পাশে গিয়ে বসতে পারতাম,যাই নি।
মেয়েটার মন পরিক্ষার জন্যে কিছুক্ষনের জন্যে স্বার্থপর দের মত হয়ে কথা বললাম। যে মেয়ে অন্যের সুযোগ সুবিধার কথা বিবেচনা করেনা,সে প্রথম দেখায় হয়ে যাওয়া আমার নিঃস্বার্থ ভালবাসাকেও বুঝবে না
প্রথম দেখায় রুপের প্রেমে পড়ে গেলাম কিন্তু মন ভাল না তাই বাদ 
কি আর করার,কাল আবার আসবো বাসস্টপ এ,দেখি যদি আরেকটা পাই

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন