মাঝে মাঝে অন্যের দিকে তাকিয়ে নিজের দিকে তাকাতাম।অন্যের সাথে নিজেকে তুলনা করতাম।খুব খারাপ লাগতো যখন দেখতাম ওরা সাফল্যের উচ্চ শিখরে আর আমি অনেক নিচে।
ওদের মত হতে চাইতাম।
কিন্তু এখন আমি বুঝতে পারি-আমি কখনো ওদের মত হতে পারবো না।তবে আমার মাঝে যে গুনগুলো আছে তার সঠিক প্রয়োগে অবশ্যই ভাল অবস্থানে পৌঁছাতে পারবো।
কাজেই আমি এখন নিজের উপর আস্থাবাদী।
প্রতিটা মানুষের ই তার উপর বিশ্বাসী হওয়া প্রয়োজন। তাহলেই হয়ত নিজের গুনে গুনাম্বিত হয়ে সাফল্যের উচ্চ শিখরে পৌঁছানো সম্ভব।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন