মাঝে মাঝে স্বপ্ন দেখি..
এলোমেলো চুলগুলো এলো পাতাড়ী উড়ছে
হাতের চুড়িগুলো ছন্দহীন বাজছে
পড়নে উড়নাটা শুন্যে ভাসছে
ক্লান্ত পা গুলো এক পা এক পা করে এগিয়ে যাচ্ছে
নীথর চোখ গুলো দুর-বহুদুর লক্ষভেদ করছে
স্বপ্নের এক ফারি ঝুপড়ি নিয়ে হাতগুলো মুঠো বদ্ধ হচ্ছে একে একে_
সামনে কেউ দাড়িয়ে আছে
ঐ যে দেখা যাচ্ছে...
দিগন্তের শেষ দিগন্তে...
কাছে গিয়ে ছুতে চাই
স্বপ্নের মাঝে স্বপ্নে হারাই
ক্ষনিকের জন্যে নিজেতে লুকাই
অবশেষে....
কেউ নেই...
আবারো স্বপ্নে হারাই
এলোমেলো চুলগুলো এলো পাতাড়ী উড়ছে
হাতের চুড়িগুলো ছন্দহীন বাজছে
পড়নে উড়নাটা শুন্যে ভাসছে
ক্লান্ত পা গুলো এক পা এক পা করে এগিয়ে যাচ্ছে
নীথর চোখ গুলো দুর-বহুদুর লক্ষভেদ করছে
স্বপ্নের এক ফারি ঝুপড়ি নিয়ে হাতগুলো মুঠো বদ্ধ হচ্ছে একে একে_
সামনে কেউ দাড়িয়ে আছে
ঐ যে দেখা যাচ্ছে...
দিগন্তের শেষ দিগন্তে...
কাছে গিয়ে ছুতে চাই
স্বপ্নের মাঝে স্বপ্নে হারাই
ক্ষনিকের জন্যে নিজেতে লুকাই
অবশেষে....
কেউ নেই...
আবারো স্বপ্নে হারাই
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন