ইদানিং প্রায় সকল ইসলামিক কিংবা বিনোদনমুলক পেজগুলো তে দেখছি মেয়েদের চাল-চলন,তাদের পরিহিত জামা কাপড়,তাদের ব্যবহার, তাদের বাহ্যিক সৌন্দর্য, তাদের স্বভাব,তাদের কথা বার্তা নিয়ে বিস্তারিত ও বিশদভাবে আলোচনা হচ্ছে।কোথাও কোথাও এমনও লেখা খুজে পাচ্ছি যেখানে বলতেছে একটা নারী নাকি প্রথমে একটা ছেলে তারপর পুরো যুব সমাজ এবং অবশেষে পুরো বিশ্বকে নাকি এখন জাহান্নামের দিকে- ধ্বংসের দিকে ঠেলে নিয়ে যাচ্ছে।এক কথায়-দেশ বা পৃথিবীর আজকের অবস্থার জন্যে একমাত্র নারী দায়ী।
হুম মেনে নিলাম-সকল নারী জাতির পক্ষ থেকে আমি ফারিহা
কিন্তু একটা প্রশ্ন -নারীদের আজকের এই ব্যভিচারী জীবন যাপনে,অবাধ চলাফেরা,খামখেয়ালি হাটাচলা ইত্যাদি ইত্যাদির জন্যে কি শুধু মেয়েরা দায়ী?
তারপর আসুন...
মেয়েদের কথা তো সবাই জানে তাই আমি আপাতত ছেলেদের কথা কিছু বলি...
দেখুন ভাইয়ারা,
আপনারা যখন রাস্তা দিয়ে হাটেন তখন আমরা মেয়েরাও আপনাদের দিকে তাকাই যেমনটি আপনারা আল্লাহ কে ভয় পান তবু বাধ্য হয়ে মেয়েদের দিকে তাকান আর ওদের সবকিছু নিয়ে,ওদের পরিনতি নিয়ে বিশাল বিশাল লেকচার দিয়ে থাকেন।তেমনটি আমরাও দেই।পার্থক্য শুধু এক জায়গায়-আপনাদের সাহস বেশি তাই ফেসবুক কিংবা বিভিন্ন গনমাধ্যমে প্রকাশ করেন আর আমরা করি না।তাই ছেলেরা সবাই হুজুর আর আমরা পাপী।
আসল কথায় আসি-
আজকাল রাস্তায় চলার সময় অধিকাংশ (৯০)ছেলেদের গায়ে আমরা এমন শার্ট বা গেঞ্জি পরতে দেখি যে -তার শরীরের প্রতিটা ভাজ,শরীরের প্রতিটা অংশের নিখুত মানচিত্র অনায়াসে নির্ভুল ভাবে আকা সম্ভব।
ছেলেদের চুল এর বিভিন্ন গেট আপ,স্টাইল গুলো দেখলে আমরা মেয়েরাও আমাদের নাক টা কে একবার হলেও হিচকাই।
ছেলেদের দাড়ি কাটার ভংগিমা দেখলে আমাদের ও মনে মনে জাহান্নামের ভয় টা চলে আসে যে-যে নবী তার উম্মতদের দাড়ি রাখার জন্যে এত কড়া আদেশ, দাড়ি রক্ষার নির্দেশ সেখানে এদের এ অবস্থা কিভাবে?
আপনাদের হাতে-গলায়-কানে যখন ডিজিটাল চুরি,মালা,কানের দুল দেখি তখন আমরা মেয়েরাও ঘেন্যা করি।
৯৫% ছেলেদের প্যান্ট পা থেকে উপরের দিকে ঠিক কতটা উপরে উঠতে পারে সেটা আপনারাই জানেন। কিন্তু সতর খোলে রাখার গুনাহ টা সবার ই হবে,হোক সেটা কোনো ছেলে কিংবা আমরা মেয়েরা।
***
আপনারা মেয়েদের সবকিছু দেখেন,আমরাও দেখি অনিচ্ছাকৃত ভাবে হলেও।
কিন্তু ঐ যে বললাম,আপনারা প্রকাশ করেন আর আমরা করি না।
**
ইসলামে যেমন এক নারী অপর পুরুষকে দেখাতে কিংবা দেখতে পারবে না বৈধতা ছাড়া,তেমনি পুরুষের ক্ষেত্রে আলাদা কোনো নিয়ম আছে আমার জানা নেই।।।
*
সবাই সমালোচক কিন্তু কেউ সমালোচনায় আসতে রাজি নই।একে অন্যকে নিচু করে বড় হতে চাচ্ছি,একে অন্যের দোষ খুজে বেড়াচ্ছি।
বিশ্বাস,কাজ,আত্মভরসা ঠিক রাখুন আর নিজেকে রক্ষা করতে শিখুন তাহলেই দেখবেন একজন বেহেস্ত বাসী হলেও আপনাকে একা জাহান্নামে ঠেলে দিবে না বরং হাত বাড়িয়ে ডাকবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন