আজকের সকাল টা খুব সুন্দর।
সত্যিই অনেক সুন্দর
কিন্তু কেন সুন্দর সেটা জানি না।
মনটা মনে হয় একটু খারাপ তবে সকাল টা ভাল লাগছে-
কারন খুঁজে লাভ নেই,তাই আর খুঁজলাম না।
গিয়ে বসলাম বারান্দায়,গায়ে শীতের বিপরীতে গরম একটা জামা।
বাড়ির সামনে টা ভাল করে দেখছিলাম।
এমন সময় হঠাত,
-আম্মু?
পিছন ফিরে তাকাতেই দেখি তুনি(ছদ্মনাম)...
আমার প্রতিবেশীয় ভাবির মেয়ে।
বাসায় আমার একগেয়েমী মুহুর্তের বিনাশকারী এই মেয়েটি।
যখনি মন খারাপ থাকে-তুনি কে খুঁজতে হয় না,কিভাবে যেন চলে আসে আমার কাছে-ঠিক যেমনটি এখন আসলো।
আমাকে কেন জানি ওর অনেক ভাল লাগে হয়ত,আম্মু বলেই ডাকে।
মাঝে মাঝে ওর জন্যে আমার ভবিষ্যত নিয়ে অনেক ভয় হয়,
এই ধরা যাক টিভি সিনেমা গুলোতে যেমন দেখি আর কি!
আমাকে পাত্র পক্ষ দেখতে আসলো, আর তখনি সবার সামনে তুনি এসে যদি আমাকে আম্মু বলে ডাকে....শেষ আমার শ্বশুরের বউয়ের সাথে ঝগড়া করার সুযোগ, শ্বাশুরির ছেলের সাথেও আর হয়ত কখনো টুনা-টুনির মত সংসার টা করা হবে না।।
তুনি কে নিষেধ করেও লাভ হয় না।
আমি যে ওকে আম্মু ডাকি তাই সাথে ওও।
...
পিছন থেকে হঠাত এসে আম্মু বলে আমার কাছে এসে বসল।
কি হইছে আম্মু? তুমি এত সকালে এখানে কেন? আম্মু বকবে তো!
ও উত্তর দিল-তুমি কি করছো আম্মু?
_আমি? বসে আছি। বাতাস খাই
_আমিও খাবো
_না মা,বাচ্চারা বাতাস খায় না।অসুস্থ হয়ে যায়
_তুমিও তো বাচ্চা
_হাহা কে বলেছে
_আম্মু
_আচ্ছা মানলাম,কিন্তু তোমার তো এখন স্কুলে যাওয়ার সময়।যাও লক্ষি মেয়ের মত স্কুলে যাও
_লক্ষি মেয়েরা কিভাবে স্কুলে যায়?
_(কি যে বলি) ওরা কোনো প্রশ্ন না করে,সোজা স্কুলে চলে যায়
_আচ্ছা আম্মু ওরা প্রশ্ন করে না কেন? ওরা কি সব জানে?
_হ্যা মামুনি ওরা সব জানে
_কিন্তু!
_আবার কি?
_ম্যাম যে বলেছে যারা প্রশ্ন করে না,ওরা কিছু পারে না।।তাহলে??
লও ঠ্যালা! এ ত শুধু প্রশ্নের উপর প্রশ্ন করে যাচ্ছে!
_আহা হা আম্মু,এইবার যাও তো।স্কুল থেকে ফিরলে তখন বাকি কথা
দেখি হি হি করে হাসছে..
_হাসিস কেন
_আম্মু তুমি না কিছু জানো না
_ওও কিন্তু কি জানি না
_আমি তো লক্ষি মেয়ে,আমি যেভাবে স্কুলে যাই সবাই এভাবে যায়।বুঝলে?
বলে হিহিহি করে হাসতে হাসতে একটা দোড় দিল...
আমারও যে মন খারাপ ছিল,কিছু সময়ে সে ভাবনাটা আমার খাওয়া বাতাসের সাথে হয়ত এতক্ষনে পাকস্থলী তে চলে গেছে..
সত্যিই অনেক সুন্দর
কিন্তু কেন সুন্দর সেটা জানি না।
মনটা মনে হয় একটু খারাপ তবে সকাল টা ভাল লাগছে-
কারন খুঁজে লাভ নেই,তাই আর খুঁজলাম না।
গিয়ে বসলাম বারান্দায়,গায়ে শীতের বিপরীতে গরম একটা জামা।
বাড়ির সামনে টা ভাল করে দেখছিলাম।
এমন সময় হঠাত,
-আম্মু?
পিছন ফিরে তাকাতেই দেখি তুনি(ছদ্মনাম)...
আমার প্রতিবেশীয় ভাবির মেয়ে।
বাসায় আমার একগেয়েমী মুহুর্তের বিনাশকারী এই মেয়েটি।
যখনি মন খারাপ থাকে-তুনি কে খুঁজতে হয় না,কিভাবে যেন চলে আসে আমার কাছে-ঠিক যেমনটি এখন আসলো।
আমাকে কেন জানি ওর অনেক ভাল লাগে হয়ত,আম্মু বলেই ডাকে।
মাঝে মাঝে ওর জন্যে আমার ভবিষ্যত নিয়ে অনেক ভয় হয়,
এই ধরা যাক টিভি সিনেমা গুলোতে যেমন দেখি আর কি!
আমাকে পাত্র পক্ষ দেখতে আসলো, আর তখনি সবার সামনে তুনি এসে যদি আমাকে আম্মু বলে ডাকে....শেষ আমার শ্বশুরের বউয়ের সাথে ঝগড়া করার সুযোগ, শ্বাশুরির ছেলের সাথেও আর হয়ত কখনো টুনা-টুনির মত সংসার টা করা হবে না।।
তুনি কে নিষেধ করেও লাভ হয় না।
আমি যে ওকে আম্মু ডাকি তাই সাথে ওও।
...
পিছন থেকে হঠাত এসে আম্মু বলে আমার কাছে এসে বসল।
কি হইছে আম্মু? তুমি এত সকালে এখানে কেন? আম্মু বকবে তো!
ও উত্তর দিল-তুমি কি করছো আম্মু?
_আমি? বসে আছি। বাতাস খাই
_আমিও খাবো
_না মা,বাচ্চারা বাতাস খায় না।অসুস্থ হয়ে যায়
_তুমিও তো বাচ্চা
_হাহা কে বলেছে
_আম্মু
_আচ্ছা মানলাম,কিন্তু তোমার তো এখন স্কুলে যাওয়ার সময়।যাও লক্ষি মেয়ের মত স্কুলে যাও
_লক্ষি মেয়েরা কিভাবে স্কুলে যায়?
_(কি যে বলি) ওরা কোনো প্রশ্ন না করে,সোজা স্কুলে চলে যায়
_আচ্ছা আম্মু ওরা প্রশ্ন করে না কেন? ওরা কি সব জানে?
_হ্যা মামুনি ওরা সব জানে
_কিন্তু!
_আবার কি?
_ম্যাম যে বলেছে যারা প্রশ্ন করে না,ওরা কিছু পারে না।।তাহলে??
লও ঠ্যালা! এ ত শুধু প্রশ্নের উপর প্রশ্ন করে যাচ্ছে!
_আহা হা আম্মু,এইবার যাও তো।স্কুল থেকে ফিরলে তখন বাকি কথা
দেখি হি হি করে হাসছে..
_হাসিস কেন
_আম্মু তুমি না কিছু জানো না
_ওও কিন্তু কি জানি না
_আমি তো লক্ষি মেয়ে,আমি যেভাবে স্কুলে যাই সবাই এভাবে যায়।বুঝলে?
বলে হিহিহি করে হাসতে হাসতে একটা দোড় দিল...
আমারও যে মন খারাপ ছিল,কিছু সময়ে সে ভাবনাটা আমার খাওয়া বাতাসের সাথে হয়ত এতক্ষনে পাকস্থলী তে চলে গেছে..
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন