স্বপ্নবিলাসী আমি,
এসেছি তুমার কাছে-বলো না স্বপ্ন কোথায় আছে?
আমি যে চাই স্বপ্ন নিয়ে মগ্ন থাকতে।
দেবে একটা স্বপ্নের সন্ধান?
আমাকে,হুম আমাকে দাও একটা স্বপ্ন'
খুব যে দরকার
স্বপ্নের সুখের বহর গুলো তুমায় নিয়েই সাজাবো,
ভেবো না তুমি,স্বপ্ন ভাংগার হাহাকার না হয় আমিই নেবো!
স্বপ্নবিলাসী আমি,
স্বপ্নের মাঝেই তো পাবে আমায়,
একটি বার চোখ বুজে থাকো না,যদি আমি আসি!
তুমি কি ভাবছো-শুধু তুমার মাঝে আমিই আসবো!
তা কি জানো? কেনো আমার এ বিলাসিতা!
হুম,ঠিক ধরেছো"
তুমাকে নিয়েই!
তুমিই তো এগিয়ে এসেছিলে,
আমায় শত স্বপ্নের সন্ধানি করেছিলে,
মনে পড়েছে?
আমি জানতাম তুমি ভুলবেনা কখনো,
ভুলতে পারবে না'
কি আমি ঠিক বলেছিনা!
এসেছি তুমার কাছে-বলো না স্বপ্ন কোথায় আছে?
আমি যে চাই স্বপ্ন নিয়ে মগ্ন থাকতে।
দেবে একটা স্বপ্নের সন্ধান?
আমাকে,হুম আমাকে দাও একটা স্বপ্ন'
খুব যে দরকার
স্বপ্নের সুখের বহর গুলো তুমায় নিয়েই সাজাবো,
ভেবো না তুমি,স্বপ্ন ভাংগার হাহাকার না হয় আমিই নেবো!
স্বপ্নবিলাসী আমি,
স্বপ্নের মাঝেই তো পাবে আমায়,
একটি বার চোখ বুজে থাকো না,যদি আমি আসি!
তুমি কি ভাবছো-শুধু তুমার মাঝে আমিই আসবো!
তা কি জানো? কেনো আমার এ বিলাসিতা!
হুম,ঠিক ধরেছো"
তুমাকে নিয়েই!
তুমিই তো এগিয়ে এসেছিলে,
আমায় শত স্বপ্নের সন্ধানি করেছিলে,
মনে পড়েছে?
আমি জানতাম তুমি ভুলবেনা কখনো,
ভুলতে পারবে না'
কি আমি ঠিক বলেছিনা!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন