ও সখা,
তুই কি দেখেছিস?
পূর্বের সূর্য অস্ত গেল
নদীতে ভাসছে তরী ;
ও সখা,
তুই কি জানিস?
সারাটা দিন তুই হীনা
আমি ছিলাম প্রায় মরি।।
ওরে ও,
তুই কি ভেবেছিস?
সন্ধ্যার আগমনে-দিনের বিদায়ে
গিয়েছি তোকে ভুলি ;
ওরে ও পাষন্ড,
জেনে রাখ তুই ছিলি
আর থাকবি জুড়ে
মোর হৃদয়ের সব অলিগলি।।
হে সখা,
তুই কি বুঝিস?
আমি তোকে ভালবাসি
নিজের থেকেও বেশি :
ওরে ও অবুঝ,
বলে দে না তুই
তোকে ছাড়া নিঃস্ব আমি
কিভাবে একা বাঁচি।।
তুই কি দেখেছিস?
পূর্বের সূর্য অস্ত গেল
নদীতে ভাসছে তরী ;
ও সখা,
তুই কি জানিস?
সারাটা দিন তুই হীনা
আমি ছিলাম প্রায় মরি।।
ওরে ও,
তুই কি ভেবেছিস?
সন্ধ্যার আগমনে-দিনের বিদায়ে
গিয়েছি তোকে ভুলি ;
ওরে ও পাষন্ড,
জেনে রাখ তুই ছিলি
আর থাকবি জুড়ে
মোর হৃদয়ের সব অলিগলি।।
হে সখা,
তুই কি বুঝিস?
আমি তোকে ভালবাসি
নিজের থেকেও বেশি :
ওরে ও অবুঝ,
বলে দে না তুই
তোকে ছাড়া নিঃস্ব আমি
কিভাবে একা বাঁচি।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন