শুক্রবার, ১ জানুয়ারী, ২০১৬

অচিন ভালোবাসা

দিশাহীন জিবন আজ
দেবো থামিয়ে,
চোখের জলে পুরোনো স্রিতি
টেনে দিয়ে সব ইতি

যাবো হারিয়ে।
নতুন কিছু পাওয়ার নেই
নেই আর আশা,
সব কিছুই কেড়ে নিলো
অচিন ভালোবাসা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন