শুক্রবার, ১ জানুয়ারী, ২০১৬

এতদিন পর

এতদিন পর কেন?
কেন এত বছর পর?
কেন এতটা মুহুর্ত পেরিয়ে যাবার পর আলোর দিশারী হয়ে এলে তুমি!
তুমি কি জানতে?
তুমি সে,যার জন্যে অপেক্ষা করছি আমি.
যদি জানতে তবে কেন এতদিন পর এলে!

আমায় যদি অজানা থেকে পেয়ে থাকো
তবে কেন এত আপন করে নিলে!
তুমি কি চলে যাবে?
মেঘ যেমন আকাশ কে আশ্রয় করে
মাটিতে ঝরে পড়ার জন্যে!
তুমিও কি মেঘের মত একদিন ঝরে যাবে?
আমার জিবন থেকে....
আকাশ তো মেঘ কে হারিয়ে নিজের প্রতিকৃতি ফিরে পায়,
কিন্তু আমি?
আমি কি করব!
আমার প্রতিকৃতিতে তো এখন শুধুই তুমার সেই চির অচেনা,
অজানা অদেখা মুখটি আকা রয়েছে।
কখনো কি ভেবে দেখেছো!
তুমি হারালে আমি কিভাবে থাকব?
বাঁচবো না।
ভীষন ভালবাসি যে তুমায়....

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন